ওসমান হাদি ভাই,
আপনাকে যারা যেতে বাধ্য করেছে—
কিন্তু নৈতিকভাবে তারা আগেই মৃত।
শুধু কবরটাই এখনো খোলা হয়নি।
এই দেশে সত্য বলা অপরাধ,
ন্যায়ের পক্ষে দাঁড়ানো অপরাধ,
দেশের জন্য বুক চিতানো মানেই মৃত্যুদণ্ডের তালিকায় নাম।
আপনি আপস করেননি—
এইটাই ছিল আপনার সবচেয়ে বড় “অপরাধ”।
আপনি মাথা নোয়াননি—
এইটাই ছিল তাদের কাছে সহ্যহীন।
একজন সৎ মানুষ হারানো
এই দেশের জন্য লজ্জা,
এই সময়ের জন্য কলঙ্ক,
এই ব্যবস্থার জন্য অভিশাপ।
আপনি অপারে শান্তিতে থাকুন।
আর যারা আপনাকে হারাতে চেয়েছে—
তাদের জন্য রইল ইতিহাসের
নির্মম, চিরস্থায়ী ধিক্কার।
█▓▒
@Amran Bin Sayed
▒▓█
